বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

জয়পুরহাটবাসি গর্বিত দেশসেরা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, নিজস্ব প্রতিবেদক জয়পুরহাট,
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
জয়পুরহাটবাসি গর্বিত দেশসেরা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ওয়ারেন্ট তামিলে সারাদেশে এবারও জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেছেন। যেটি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এ অর্জনে আনন্দিত জেলা পুলিশ ও জয়পুরহাটবাসী।
গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক ক্রাইম কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
 বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
দেশসেরা জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম
রাঙামাটিতে শিল্পীর তুলির ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে
এ কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের প্রধানরা। এছাড়াও আইনশৃঙ্খলা উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অক্ষুণ্ন রেখেছে।
মোহাম্মদ নূরে আলম জয়পুরহাটে পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলার বিভিন্ন এলাকায়, স্থানীয় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) টিমের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছিলেন। এর ফলে মাদক উদ্ধারসহ মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে সারাদেশে এবারও মাদক, জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছেন জয়পুরহাট জেলা পুলিশ।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জেলা পুলিশ সবসময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সবসময় করে থাকবে। ছোট জেলা হিসেবে অন্য জেলাগুলোর সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এই অর্জন জয়পুরহাট জেলার জন্য বিরাট সম্মানের। জেলার সকল পুলিশ অফিসার এবং ফোর্সরা আন্তরিক ভাবে কাজ করেছেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102