বগুড় জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় পৌরসভার সভা কক্ষে প্রস্তুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সান্তাহার পৌর সভা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সভায় সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সভাপতিত্ব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো। প্রস্তুতিমূলক সভায় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী, ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, হুমায়ুন কবির বাদশা, হাবিবুল আলম, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, মহিলা কাউন্সিলর, পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১১ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা ও নির্বিঘ্নে পালনের জন্য সান্তাহার পৌর কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রকার সুবিধা প্রদানের আশ্বাস দেন।
আদমদীঘি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার বলেন, আগামী ২০ অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে এবার আদম দিঘী উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় সর্বমোট ৬৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা হবে।