চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চেক প্রতারণার অভিযোগে দায়ের করা ৫টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. হাবিব হোসাইন প্রকাশ মিরাজকে গ্রেফতার করেছে সিএমপি পাঁচলাইশ মডেল থানার পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গ্রেফতার মিরাজের বাদুরতলা এলাকায় এমএফসি নামের একটি ফল আমদানিকারক প্রতিষ্ঠান ছিল। ওই প্রতিষ্ঠানের নামে বিভিন্নজনের কাছ থেকে চেকের মাধ্যমে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। এ নিয়ে আদালতে একাধিক মামলা হয়। তার মধ্যে পাঁচটি মামলায় তার সাজা হয়। আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন।
ওসি বলেন, গ্রেফতার মিরাজ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে পলাতক ছিলেন। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।