বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

যশোরের যুবলীগ নেতা উদয় শংকর বিশ্বাসকে গুলি করে হত্যা।

আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিবেদক,বেনাপোল।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
যশোরের যুবলীগ নেতা উদয় শংকর বিশ্বাসকে গুলি করে হত্যা।

 

যশোরের মণিরামপুর উপজেলায় পাঁচাকড়ি গ্রামের উদয় শংকর বিশ্বাস (৪৩) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের বৈকালী মোড়ে মোটরসাইকেলে বাড়িতে ঢোকার সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন।

নিহত উদয় শংকর বিশ্বাস পাঁচাকড়ি গ্রামের রণজিত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃত বিষয়ের সহকারী অধ্যাপক এবং টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি বৈকালী সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি ছিলেন।

 

থানীয় চা দোকানি বাসুদেব চক্রবর্তী সাংবাদিকদের বলেছেন, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি বৈকালী মোড়ে তার দোকানের সামনে এসে থামে। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। তারা দুইজনে চান খান। চায়ের দাম দিয়ে তারা দোকানের আশপাশে ঘোরাঘুরি করছিল। সকাল সাড়ে ৭টার দিকে উদয় শংকর বিশ্বাস বাজার থেকে ফিরছিলেন। ওই সময় তাকে পেছন দিক থেকে গুলি করা হয়। গুলির শব্দ শুনে আমরা সেখানে যেতে যেতে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে উদয় শংকর বিশ্বাস বাজার করতে টেকারঘাট বাজারে যান। সেখান থেকে তিনি নওয়াপাড়া-কালীবাড়ি সড়ক দিয়ে পাঁচাকড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাড়ির সামনে বৈকালী মোড় থেকে কাঁচা রাস্তা দিয়ে বাড়িতে ঢোকার সময় সেখানে অবস্থান নেওয়া দুই ব্যক্তি পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথে তিনি মারা যান। তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

মণিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, উদয়কে গুলি করে হত্যা করা হয়েছে। পেছন দিক থেকে তাকে গুলি করা হতে পারে। একটি গুলি তার শরীরে লেগেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102