যশোরের নরেন্দ্রপুর বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ বাবলু (৫৬) নামে ইটভাটার এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মোহাম্মদ বাবলু মোল্লা ওই গ্রামের ইমান মোল্লার ছেলে।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হাসান গত শনিবার (১৪ অক্টোবর) গভীর রাতে সদর থানার নরেন্দ্রপুর মোল্লাপাড়া থেকে তাকে গ্রেফতার করেন।
এসআই নাজমুল হাসান জানান, শনিবার দুপুর দুইটার দিকে খাবার কিনতে ওই কিশোরী দোকানে যায়। বাড়ি ফেরার পথে বাবলু ওই কিশোরীকে এক চৌকিদারের বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ওই রাতেই তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাকগতকাল রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বলেন এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।