বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

সিএমপি চকবাজার থানার অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আটক ০৪ জন।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

সিএমপি চকবাজার থানার অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আটক ০৪ জন।

সিএমপি চকবাজার থানার এসআই মোঃ আবদুল খালেক সংগীয় ফোর্সসহ ১৪/১০/২০২৩ খ্রিঃ নগরীর চকবাজার থানাধীন প্যারেড মাঠের উত্তর পূর্ব কোণে নবাব সিরাজউদ্দৌলা রোডে অভিযান পরিচালনা করে ৪টি চোরাই মোটরসাইকেল যথাক্রমে রেজিঃ নং- DHAKA METRO – LA-14-1309, রেজিঃ নম্বর বিহীন নীল রংয়ের হিরো কোম্পানীর GLAMOUR মোটরসাইকেল যার চেসিস নং- JAO6EJHGK02318, রেজি: নম্বর বিহীন ০১টি Apache RTR মডেলের লাল রংয়ের মোটরসাইকেল যার চেসিস নং MD634KE43F2D26781 ও রেজিঃ নং-চট্টমেট্রো-ল-১২-৫৪৮৫ সহ মোঃ শাকিল উদ্দিন, রিয়াদুল ইসলাম প্রঃ রিয়াদ, মোঃ আব্দুল্লাহ আরিফ ও মোঃ রবিনকে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি চকবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102