আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে রাউজান পৌরসভায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ। এই সময় টেলিকনফারেন্সে নির্দেশনামূলক বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী । মতবিনিময় সভায় রাউজান পৌরসভার আওতাধীন ৫৮টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহন করেন । পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, সাংবাদিক প্রদীপ শীল, অশোক পালিত, তপন দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাজু পালিত সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, পূজা পরিষদ নেতা জিকু দত্ত, ধীলন মুহুরী, উজ্জল দে, অনিক দাশ গুপ্ত প্রমুখ।