হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) দুপুরে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে উক্ত আইন শৃঙ্খলা সভায় মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১২০ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ওসি রকিবুল ইসলাম খাঁন বলেন, পূজা চলাকালীন সময়ে পুলিশি টহল অব্যাহত থাকবে। সেই সাথে পূজা পরিচালনা কমিটির নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেও শৃঙ্খলা বজায় রাখতে হবে। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় রাখতে হবে।