বাগেরহাটে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
“সময় এবার আমাদের বাংলাদেশের” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েচ্ছে।
বুধবার (৪ঠা অক্টোবর) বিকালে বাগেরহাট প্রেসক্লাবে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।
আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।
এ সময় অন্যানের মধ্যে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি আহসানুল করিম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম সামসুর রহমান, নির্বাহী সদস্য ইয়ামীন আলী, আবু সাঈদ শুনু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সরদার ইনজামামুল হক, সমকালের জেলা প্রতিনিধি তানজিম আহম্মেদ, খোলা কাগজের জেলা প্রতিনিধি সাকির হোসেন, সৈয়দ শওকত হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন তার বক্তব্যে বলেন, ছাত্রজীবনে আমিও দৈনিক আমাদের সময় পত্রিকার খবরগুলো পড়তাম। আমাদের সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকেন।