চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে ৫টি চোরাই মোবাইলসহ মো. হারুনুর রশিদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় স্টেশনের উল্টো দিকে যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কুমিল্লার লাকসাম থানা এলাকায়।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হারুনুর রশিদকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৫টি মোবাইল উদ্ধার করা হয়, যেগুলো এর আগে বিভিন্ন সময়ে চুরি হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক মূল্য ৪৫-৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।