স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমুহই চালিকাশক্তি” এই প্রতিপাদ্য জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ অক্টোবর সোমবার গণপুর্ত বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভাই উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ইশতিয়াক আলম, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ জাকির হোসেন মন্ডল সহ নানান পেসার মানুষ।