বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

বগুড়ায়  চাঁদার দাবিতে পোস্টার লাগানো বাড়ি পরিদর্শন করলেনঃ এসপি সুদীপ।

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
বগুড়ায়  চাঁদার দাবিতে পোস্টার লাগানো বাড়ি পরিদর্শন করলেনঃ এসপি সুদীপ।
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণপুর দপ্তরিপড়া, মোন্নাপাড়া ও মিস্ত্রিপাড়ার বিভিন্ন বাড়িতে চাঁদার দাবিতে পোস্টার লাগানোর বিষয়টি হালকাভাবে দেখছেন না আইন-শৃঙ্খলা বাহিনী। বিষয়টিকে গুরুত্ব সহকারে  দিয়ে তদন্তে নেমেছেন পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন টিম।
( ২ ই সেপ্টেম্বর) সোমবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শ করেন।  যে সব বাড়িগুলোতে পোস্টার লাগানো হয়েছে সেই বাড়ির লোকজন ও ছোট ছেলে-মেয়েদের সঙ্গে কথা বলেছেন তিনি। এছাড়া  সবাইকে তিনি আশ্বস্ত করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনাদের পাশে রয়েছে, ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। চাঁদার দাবীতে প্রায় ৩ শতাধিক বাড়িতে রাতের আঁধারে পোস্টার লাগানোর পর থেকে পুলিশ ও র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার একাধিক টিম বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে  তদন্তে নেমেছেন। তারা অনুসন্ধান করছেন একরাতে এতগুলো বাড়িতে কি উদ্দেশে কারা এই চাঁদা দাবীর পোস্টার লাগিয়েছে। চাঁদার দাবিতে লাগানো পোস্টারে কোন জায়গার টাকা দিতে হবে তা উল্লেখ্য অর্থ কি তাও খতিয়ে দেখছেন পুলিশসহ গোয়েন্দা সংস্থার লোকজন। এদিকে এই ঘটনায় অনেকে আতঙ্কিত হয়ে পড়লেও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎরতায় বিষ্ণপুর, মোন্নাপাড়া, দপ্তরিপাড়া ও মিস্ত্রিপাড়ায় এখন মানুষের মধ্যে আতঙ্ক অনেকটা কমে গেছে। ছেলে-মেয়েদের পড়াশুনা ও মানুষের স্বাভাভিক জীবন যাত্রার জন্য সেখানকার মানুষকে সাহস যোগাচ্ছেন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সদস্যরা। এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী গণমাধ্যম কর্মীদের জানান, এই বিষয়টি হালকাভাবে দেখার কোন সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে  তদন্ত করে আমরা দেখছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সনাক্ত করে অবশ্যআইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102