বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। আবারো মিথ্যা ও হয়রাণীমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন কৃষিবিদ শামীমুর রহমান। পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর খেলোয়ার ড্রাফস সম্পন্ন। যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক। হলো যুদ্ধবিরতির চুক্তি, তবুও ইসরাইলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ। সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত। এক পদে দুইবারের বেশি নয়; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর।

চট্টগ্রামে যানজট কমাতে একসঙ্গে কাজ করবে সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগ।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
চট্টগ্রামে যানজট কমাতে একসঙ্গে কাজ করবে সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগ।
চট্টগ্রামের যানজট কমাতে করণীয় নির্ধারণ করে প্রস্তাবনা দিবে চট্টগ্রাম ট্রাফিক বিভাগ আর তার ভিত্তিতে নগরীর সড়ক ব্যবস্থাকে ঢেলে সাজাবে চট্টগ্রাম সিটি করপোরেশন।
রোববার (১ অক্টোবর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত হয়।
নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, পে-পার্কিং চালু, ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ ও সড়কে অপরাধ নিরসনে চসিক মেয়রের সঙ্গে মতবিনিময় করেছে সিএমপি।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ডিসি ট্রাফিক দক্ষিণ এনএম নাসিরুদ্দিন, ডিসি ট্রাফিক উত্তর মো. জয়নুল আবেদীন, ডিসি ট্রাফিক (পশ্চিম) মো. তারেক আহমেদ, ডিসি ট্রাফিক বন্দর মো. মোস্তাফিজুর রহমান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সভায় ট্রাফিকের পক্ষ থেকে বলা হয়, নগরীর ব্যস্ততম সড়কে অবস্থিত অভিজাত বিপণিবিতান ও স্থাপনায় পর্যাপ্ত পার্কিং না থাকায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এজন্য পার্কিং কোথায় হবে সেটা নির্ধারণ করা প্রয়োজন। এছাড়া নগরীর যেসব সড়কে আলোকায়নের ঘাটতি আছে সেখানে আলোর ব্যবস্থা করা জরুরি। প্রয়োজনে ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ সড়কে ইলুমিনেটিং কালার ব্যবহার করতে হবে। ট্রাফিক বিভাগ দ্রুততম সময়ের মধ্যে একটি প্রস্তাবনা তৈরি করে চসিকের সঙ্গে আলোচনায় বসবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102