নৌকার পক্ষে ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী মেয়র মোস্তাক।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে গণসংযোগ করেছেন জয়পুরহাট ১ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
রবিবার বিকেল থেকে রাত পযন্ত সদর উপজেলার গণসংযোগ শেষে হিচমি বাজারে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে সরকার দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া চাইলেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে এ আসনে দলীয় মনোনয়ন দিবেন নৌকার পক্ষে তার হয়ে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা সামসুল আলম, মহসিন আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সদস্য খোরশেদ আলম সৈকত, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,মামুনুর রশীদ মামুন, বিশিষ্ট ঠিকাদার মোঃজাহিদ ইকবাল সহ অনেকে।