পাঁচবিবিতে প্রায় সাড়ে ৩কোটি টাকা ব্যয়ে কাঁচারাস্তা পাকাকরন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেনঃ এম,পি দুদু।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে কুসুম্বার ইউনিয়নের লাটপাড়ার সাড়ে কিলোমিটার গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার লাটপাড়া দাখিল মাদ্রাসা মাঠে এক উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ।
এসময় আরও উপস্থিত ছিলেন- পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, পাঁচবিবি থানার অফিসার ইনর্চাজ জাহিদুল হক, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, সহ আরও অনেকে।