আবাসিক স্থানে গ্যাস সিলিন্ডার মজুদ করায় জরিমানা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের চট্টগ্রাম গণশুনানিতে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের এলাকাবাসী তাদের আবাসিক এলাকায় এলপিজি সিলিন্ডার মজুদের কারণে নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ প্রদান করেন। সরকারি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই পরিচালিত আনোয়ার ট্রেডিং কর্পোরেশন নামের এ ব্যবসা প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
জেলা প্রশাসকের গণশুনানিতে অভিযোগের পরপর অভিযানে আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুদদারকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে প্রতিষ্ঠান সিলগালার পাশাপাশি ২ দিনের মধ্যে এসব সিলিন্ডার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানকালে কয়েক হাজার গ্যাস সিলিন্ডার নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্নভাবে ব্যবসা পরিচালনা করায় মানুষের জানমালের ব্যাপক হানির শঙ্কা পরিলক্ষিত হওয়ায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ব্যবসা কার্যক্রম বন্ধ করে সিলিন্ডারগুলো অপসারণের জন্য ২ দিন সময় দেওয়া হয়। তাৎক্ষণিক অভিযানে প্রতিকার পেয়ে এলাকাবাসী জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম অভিযানে সহায়তা করে।