মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩।
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে মুন্সীগঞ্জের ব্জ্রযোগনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় ডাকাতিয়া ব্রীজের উপরে অভিযান পরিচালনা করে একটি কফি কালারের অরিজিনাল পিস্তল সদৃশ খেলনা পিস্তল,একটি দরজা/গ্রীল/জানালা ভাংগার কাজে ব্যবহৃত কাওলা,২ টি রামদা উদ্ধার এবং ০৩ জন আসামী গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন, শরীয়তপুর জেলার জাজিরা থানার সোনারদৌড় এলাকার মৃত মোসলেমের ছেলে ছাব্বির ওরফে স্বপন(৫১), বাগেরহাট জেলার শরনখোলা থানার দক্ষিণ রাজাপুর এলাকার মৃত আঃ ছাত্তারের ছেলে মো: আলআমিন সরদার ওরফে জুয়েল(৩৮) ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার খালপাড়,দুর্গাপুর এলাকার মৃত বাহর আলী প্রধানের ছেলে
মোহাম্মদ আলী(৪৫)।
ডিবি পুলিশ সূত্রে আরও জানা যায়, আরও দুই আসামি পলাতক রয়েছে।
আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হইয়াছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।