চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু।
বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় সিডিএ ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবাশ্বেরা বেগম রানী (৫০) ফেনী সুধারাম থানার মৃত ইসমাইলের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই মো. ফারুক বলেন, বুধবার সকালে ওই নারী সিডিএ ১ নম্বর রেলগেট এলাকার রেল লাইনের ওপর বসে ছিলেন। দুপুর সাড়ে ১২টায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় তিনি রেললাইন থেকে সরেননি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।