বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু।
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার, মামলা তদন্তকারী কর্মকর্তা উপ- পরিদর্শক মো: আবুল বাশার জানান, (২৭ সেপ্টেম্বর) বুধবার, পার্বতীপুর ছেড়ে আসা উত্তরা মেইল ট্রেনে সকাল আনুমানিক ৭ টায় মিনিটের দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার, তারাপুর রেল ক্রসিং এর ৩০০ শত গজ দক্ষিনে রেল লাইনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত ব্যক্তি রাজশাহী বোয়ালিয়া উপজেলার, শালবাগান এলাকার মো: ইদ্রিস আলীর ছেলে সাব্বির (৩৫)। এত ব্যক্তির সাব্বির রাজশাহীর বোয়ালিয়ার শালবল এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারাপুর লেভেল ক্রসিং এলাকায় পৌঁছালে ওই যুবক টেনে কাটা পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন এবং নিহত ব্যক্তির পকেটে থাকা একটি চিরকুটে মোবাইল নাম্বারের সূত্র ধরে, নিহত ব্যক্তির আত্মীয়স্বজনদের খবর দিলে, তারা নিহত ব্যক্তি পরিচয় সনাক্ত করেন। ওসি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।