সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :

ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলে বাজেট সাড়ে ৪ কোটি টাকা।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল আজ ২৭ সেপ্টেম্বর হতে শুরু, এবারের বাজেট সাড়ে ৪ কোটি টাকা
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতির ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী (স:) মাহফিল শাহ মঞ্জিল সীরত ময়দানে আজ ২৭ সেপ্টেম্বর বুধবার বাদে যোহর থেকে শুরু হবে।
আগামী ১৫ অক্টোবর রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স:) শেষ হবে।
প্রতিবছরের মত মাহফিলকে তাৎপর্যময়, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক ও স্থানীয়রা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত মাহফিলে অংশগ্রহণে ইচ্ছুকদের সীরত ময়দানে সুশৃংঙ্খলভাবে অবস্থান করতে আহ্বান জানান।
উল্লেখ্য, ঐতিহাসিক এই সীরত মাহফিল গতানুগতিক ধারার কোন মাহফিল নয় বরং এটি সাধারণ মানুষের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত এক শিক্ষাকেন্দ্র।
১৯৭২ সালে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে চুনতীর হযরত মাওলানা শাহসুফি হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.) প্রথম সীরতুন্নবী (স.) মাহফিলের প্রবর্তন করেন।
সেই থেকে নিয়মিত এ মাহফিল প্রতিবছর সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। ১৯৭৯ সালে ১৫ দিনের কর্মসূচির ভিত্তিতে মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর কার্যক্রম আরম্ভ হয়। শাহ সাহেব হুজুর মাহফিলের শেষ পর্যায়ে দুই দফায় দুই দিন করে বাড়িয়ে একে ১৯ দিনের মাহফিলে রূপান্তর করেন। এরপর থেকে অদ্যাবধি ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়ে আসছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102