জয়পুরহাটের পাঁচবিবিতে রাতে ঘুমানোর কথা বলে যাওয়া ববিতার লাশ পাওয়া গেলো বিলের ডোবাতে নিজ বাড়ী থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিম দিকে উচাই ঝিনাইগাড়ি বিলের ডোবা হতে ববিতা (১৭) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামে।
নিহত ববিতা উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
নিহতের বড় বোন জানান রাত দশটার দিকে তারা তিন ভাইবোন ঘরে বসে টিভি দেখছিলো তার একপর্যায়ে ঘুমানোর কথা বলে ববিতা তার নিজ ঘরে ঘুমাতে যায়,ববিতার বড় বোন এক দেড় ঘন্টা পর বাথরুম যাওয়ার জন্যে বাহিরে আসে।তারপর ববিতার রুমে যেয়ে তাকে দেখতে না পেয়ে রাতে খুঁজাখুঁজি করে তার সন্ধান পাইনি।
মঙ্গলবার সকালে জৈনক ব্যক্তি উচাই বিলের ডোবাতে মাছ ধরতে গেলে ববিতার লাশ দেখতে পায়।পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন,তিনি বলেন লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনার তদন্ত চলমান।