মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

আত্রাইয়ে মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

মোঃ এবাদুল ইসলাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ আর কোন দাবি নাই, এ্যাডঃ সুমনের নৌকা চাই এই শ্লোগানে নওগাঁর আত্রাইয়ে নওগাঁ -৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত এমপি প্রার্থী এ্যাডঃ ওমর ফারুক সুমনের সমর্থকেরা এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দলের মনোনয়ন পুনঃবিবেচনার জন্য রবিবার সকাল ১১টায় উপজেলা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ ও মানববন্ধন করা হয়।

এসময় আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড.ওমর ফারুক সুমনের পক্ষে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা আহসানগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেছের আলী, সাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ছমির উদ্দিন, যুবলীগ নেতা মাহমুদুল হক পোটল ইয়ানুছ আলী আকন্দ, রইচ উদ্দিন সাবু, মিলন প্রাং মেছের উদ্দিন, সামু,আরিফসহ হাজার নেতাকর্মী। মানববন্ধনকালে সমাবেশে বক্তারা বলেন, মাঠ জরিপ ও জনপ্রিয়তার দিক বিবেচনা করলে এ্যাডভোকেট ওমর ফারুক সুমনের দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখে।

তাদের দাবি একমাত্র সুমনই এলাকার মাটি ও মানুষের পাশে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিদ্ধান্ত পূর্নবিবেচনা করবেন এমনটাই প্রত্যাশা এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগনের। উল্লেখ্য গতকাল নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হেলাল।

গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূন্য হয়। নৌকার মাঝি হতে ৩৪ জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলন করেছিলেন। এদিকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের লক্ষে ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে তপসিল ঘোষনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102