বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রে’প্তা’র

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের অভিযানে ২০ হাজার ৬৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৩৭২ জন আবাসন আইন, ৪ হাজার ৭৫০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ১,২৬৪ জন ও সৌদি আরব ছাড়ার চেষ্টায় আরও ৯৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ প্রবাসীদের সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩২ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে। এরমধ্যে ১২ হাজারের বেশি ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, এবং আরও কয়েক হাজারের ফেরত প্রক্রিয়া চলমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তার দায়ে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে, যা নিয়ে জনগণকে সতর্ক করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102