সখিপুরে আইনশৃঙ্খলার অবনতিতে এলাকাবাসীর মানববন্ধন।
টাঙ্গাইলের সখিপুরে ডাকাতি,চুরি, ছিনতাই, হত্যা ও নেশাদ্রব্যের সরবরাহ বেড়ে যাওয়ায় এসকল অপরাধ কর্মের প্রতিরোধ কল্পে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বিকেল চারটায় সখীপুর-ঢাকা সড়কের প্রতীমাবংকী গ্রামের শোলাপ্রতীমা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্ধা,ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। স্থানীয় ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে দাড়িয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহআলম সিকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক সিরাজ সিদ্দিকী,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাছুদ রেজা, কৃষক শ্রমিক জনতালীগ নেতা নাছিম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সখীপুরে গত কয়েক মাস ধরে অব্যাহত চুরি,ডাকাতি, খুন, ছিনতাই,ধর্ষণ,জমি দখল, ইভটিজিং, অপহারণসহ নানা ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।