শেরপুরে প্রথম আলোর পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা।
সঠিক জ্ঞানার্জনের মাধ্যমে আধুনিক ও আলোকিত মানুষ হওয়ার প্রত্যয়ে শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিখোর পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর আয়োজনে শুক্রবার সকালে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬ শতাধিক কৃতী শিক্ষার্থীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি মিলনায়তন।
সকাল ১০টায় নন্দন সংগীত নিকেতনের শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়। পরে কৃতী শিক্ষার্থী ও নন্দন সংগীত নিকেতনের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক ড. সুধাময় দাস, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম হিরু, শেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আ জ ম রেজাউল করিম খান, শেরপুর সরকারি কলেজের শিক্ষক শিবশঙ্কর কারুয়া ও নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর এর আহবায়ক আবুল কালাম আজাদ।
কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে অদম্য মেধাবী আবু হানিফ হাসনাত, সুমাইয়া আক্তার, আরাধ্যা কারুয়া ও জেরিন তাসনিম অভি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী।শেরপুর বন্ধুসভার সদস্যরা অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ সুধাময় দাস কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়ালেখার পাশাপাশি আধুনিক ও আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এজন্য বই পড়ে জ্ঞানার্জন করতে হবে। একমাত্র সঠিক জ্ঞানার্জনের মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব। ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে তোমরাই অগ্রণী ভূমিকা পালন করবে।পরে সুধাময় দাস মিথ্যা, মুখস্থ ও মাদককে প্রতিরোধ করতে উপস্থিত কৃতী শিক্ষারথীদের শপথবাক্য পাঠ করান