বিয়ের দুইদিনের মাথায় যুবকের আত্মহত্যা।
সুনামগঞ্জের মধ্যনগরে বিয়ের দুইদিনের মাথায় দুলা ভাইয়ের সাথে রাগ করে রুবেল মিয়া (২৭) নামে এক যুবক গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন। রুবেল উপজেলার চামরদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাড়ারকোনা গ্রামের মো. ইঞ্জিল মিয়ার ছেলে।
রবিবার বিকেল ৪টার দিকে সাড়ারকোনা গ্রামে রুবেলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়,গত শুক্রবার বিয়ে করে ঘরে বৌ আনেন রুবেল। গতকাল বৌভাত অনুষ্ঠানও ধুমধামের সাথেই করা হয়েছে।ঘটনার দিন সকালে বিয়ে উপলক্ষ্যে বাড়িতে আসা অতিথিদের বিদায় করতে বাজারে উপহার কিনতে যান তিনি।উপহার নিয়ে বাড়িতে ফিরেন দুপুরে। পরে তার দুলা ভাইয়ের জন্য আনা উপহার দুলা ভাইয়ের পছন্দ না হলে এ নিয়ে দুলা ভাইয়ের কথাকাটি হয়। এতে রাগ করে রুবেল। এদিকে অতিথি বিদায়ের পর বিকাল চারটার দিকে নিহত রুবেল মিয়া তার সহোদর ভাই রফিকুল মিয়ার বসত ঘরে ঢুকে দরজা আটকিয়ে নাইলনের রশি পেছাইয়া ঘরের আড়ার সাথে ঝুলে যায়। পরিবারের লোকজন বিষটি টের পাওয়া মাত্রই দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।