নারায়নগঞ্জের দেওভোগ এলাকায় গ্যাস বিষ্ফোরণ, অন্তঃসত্ত্বা গৃহবধূ দগ্ধ।
নারায়নগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় জমাট গ্যাস থেকে বিষ্ফোরণ হয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ দগ্ধ হয়েছেন। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাত সাড়ে ৩টায় ওই ঘটনা ঘটে। এ সময় দগ্ধ গৃহবধূকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, আহত গৃহবধূর নাম অন্তরা (২৫)। ঘটনাটি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেডিকেল সার্জন মো. তরিকুল ইসলাম।
তিনি জানান, রাতে গুরুতর অবস্থায় দগ্ধ ওই গৃহবধূকে নিয়ে আসে। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালীও অনেকটা পুড়ে গেছে। গৃহবধূ অন্তরা অন্তঃসত্ত্বা হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।