বগুড়ায় সান্তাহারে পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা গ্রেপ্তার-১।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় অভিনব কায়দায় গাঁজা বহনের সময়, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি গোপন সংবাদের ভিত্তিতে, নেশা জাতীয় মাদকদ্রব্য আড়াই কেজি সহ একজনকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: রকিব হোসেন জানান, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪ টায় রাত্রি কালিন রণপাহারা ডিউটি করার সময়, গোপন সংবাদের ভিত্তিতে, সান্তাহার ইয়ার্ড কলোনি ওয়াহেদ বক্স মিলনায়তন সামনে পাকা রাস্তার উপর, নেশা জাতীয় মাদকদ্রব্য কেনা বেচা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে নিজ হেফাজতে রেখে নেশা জাতীয় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে খবর পেয়ে আমি ও সঙ্গীয় ফোর্স ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হলে,পুলিশের উপস্থিতিতে টের পেয়ে, মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করেলে পুলিশ একজনকে হাতেনাতে গ্রেফতার করেন ও একজন কৌশলে পালিয়ে যান।
এই সময় পুলিশ বিশেষ কায়দায় মোড়ানো একটি, Apple লেখা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে, নেশা জাতীয় মাদকদ্রব্য আড়াই কেজি গাঁজা সহ, মাদক কারবারি সান্তাহার ইয়ার্ড কলোনির, পিতা: মৃত: সিকান্দার আলী, আব্দুর রহিম ঘুটু (৩০), কে গ্রেফতার করা হয়।
ও অজ্ঞাত নামা আরেকজন পালিয়ে যায়।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: আলমাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের সঙ্গে কোন আপোষ নয়। এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি ।