কুতুবদিয়ায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু।
কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে পড়ে মোকারম(৪) এবং জন্নাতুল বকেয়া(৫)দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেমর ২০২৩) উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পৃর্থক পৃর্থক ভাবে ভাইগ্যার পাড়ায় ও জুলেকা বিবির পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভাইগ্যার পাড়ার আবছার মাঝির ৪ বছর বয়সী ছেলে মোকারম ও জুলেখা বিবি পাড়ার ইকবাল এর ৫ বছর বয়সী মেয়ে জান্নাতুল বকেয়া।
তথ্য নিয়ে জানা গেছে, সোমবার সকাল ০৯ টার দিকে আবছার মাঝির দুই ছেলে বাড়ির পাশে পরিত্যক্ত লবণ চাষের জমিতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে বড় ভাইয়ের অজান্তে মোকারম লবণের গর্তের পড়ে যায়।
অনেক খোঁজাখোঁজির পর সেই গর্ত থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে একই এলাকার জুলেখা বিবির পাড়ার ইকবাল এর মেয়ে জান্নাতুল বকেয়া বিকাল ৩টার দিকে খেলার চলে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।