গবেষণার এক যুগে সাংবাদিক জাকির সিকদার।
সাংবাদিকতা শুরু ২০০১ সালে এইচ এস সি পাসের পর থেকে। গবেষক পর্যবেক্ষক হিসেবে কাজ করি ২০ বছর ধরে। তারই ধারাবাহিকতায়
দৈনিক ইত্তেফাক পত্রিকার দৃষ্টি কোন বিভাগে লেখা প্রকাশিত হয় “নতুন প্রজন্মের রাজনৈতিক লেখা শিরোনাম ছিলোঃ”রাজনীতি হতে হবে দেশের মানুষের জন্য “
ধন্যবাদ দৈনিক ইত্তেফাক পত্রিকার দৃষ্টি কোন বিভাগের সম্পাদককে।
বিগত ৬-৭-২০১২ সালে লেখাটি প্রকাশিত হয়। সেই থেকে রাজনৈতিক দলের বিশ্লেষণ ও গবেষণার কাজ করি।আজও আমি জাকির সিকদার কলাম লেখক হিসেবে কাজ করি দৈনিক সবুজ বিপ্লব পত্রিকায়। সাপ্তাহিক পয়গাম পত্রিকার সম্পাদক আশরাফুল আলীর হাত থেকে গনতন্ত্রের মুক্তি আন্দোলন এর প্রতিষ্ঠা বার্ষিকীতে ২০১৭ সালে সম্মাননা পান। ২০১৯ সালে সার্চ নিউজ এজাহীকাপ আলোকে মানবাধিকার সাংবাদিক জাকির সিকদার সম্মাননায় ভূষিত হন।
২০২০ সালে দৈনিক রাজাপুর কাগজ নামের একটা অনলাইনে নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির সিকদার কাজ করেন।এখন তিনি সেই অনলাইন চালু করেছে আজকের কাগজ রাজাপুরের নামে।
তার গ্রামের বাড়ি আলগী বড় সিকদার বাড়ির কৃতি সন্তান মরহুম আফছার উদ্দিন সিকদার এর কনিষ্ঠ পুত্র জাকির সিকদারের জন্ম ৩০ ডিসেম্বর ১৯৮৪ ইংরেজিতে। মাতা মরহুম শাহিদা বেগম। সাত ভাই। সবার ছোট তিনি। গবেষণার এক যুগে পা রাখবেন তিনি ২০২৪ সালে এব ৪০ বছরে পদার্পণ করবেন ৩০ ডিসেম্বরে জাকির সিকদার।
সাংবাদিক জাকির সিকদার ২০০১ সালে দৈনিক অজানা খবর ঝালকাঠির পত্রিকার স্টাফ রিপোর্টার এবং রাজাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন।
২০০৪ সালে গোয়েন্দা রিপোর্ট ও সাপ্তাহিক ইসলাহ,দৈনিক প্রথম প্রহর,জনতার নিশ্বাস পত্রিকা সহ ঝালকাঠি জেলায় সাংবাদিকতা করার পর ঢাকায় জাতীয় দৈনিক সংবাদ মোহনা এর সহ সম্পাদক পদে দায়িত্ব পালন করে সদস্য পদ পায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের।
বর্তমানে দৈনিক আমাদের খবর এর প্রধান প্রতিবেদক এবং আজকের কাগজ রাজাপুরের সম্পাদক ও প্রকাশক।
বিগত সময়ে দৈনিক অগ্নিশিখা পত্রিকার সহ বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন ২০০৮ সালে।
আইপি টিভি ৭১ বাংলা টিভি এর বরিশাল বিভাগীয় সম্পাদক পদে দায়িত্ব পালন করেন ২০১৫ সালে।এখন স্টাফ রিপোর্টার।
নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সমাজ সেবক সদস্য হিসেবে কাজ করেছে।
ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক ভোরের দর্পন ও দৈনিক সুন্দরবন পত্রিকায় সাংবাদিকতা করেন ২০১৮/২০ সালে।
বর্তমানে দৈনিক সংবাদ মোহনা এর সহ সম্পাদক ও আমাদের খবর এর প্রধান প্রতিবেদক। সম্পাদক আজকের কাগজ রাজাপুরের।
বর্তমানে রাজনৈতিক দলের গবেষণার কাজে মনোনিবেশ করে যোগদান করি ” পলিটিক্যাল পার্লামেন্ট ” নামক বেসরকারি সংসদের সদস্য ঝালকাঠি জেলার রাজাপুর কাঁঠালিয়া আসনের জন্য রাজনীতি দর্শন বাস্তবে পরিণত করতে পার্লামেন্ট গঠনে ভূমিকা রাখছে ঢাকা কেন্দ্রীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা পদ প্রার্থীর তালিকা সংগ্রহ করা হচ্ছে।
পলিটিক্যাল পার্লামেন্ট রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বাংলাদেশে একটি বেসরকারি সংসদ। কোন দল না এটি রাজনৈতিক চর্চার প্লাটফর্ম ১২০০ সদস্য সংসদ।৫০০ থানার পরিদর্শক দায়িত্ব পালন করেন এখানে।