বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।
বগুড়ায় সারিয়াকান্দিতে নূপুর আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নূপুর উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের বরইকান্দি মাষ্টার পাড়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জান যায় যে গত কয়েকমাস আগে একই উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের একজন ছেলের সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পরেন নূপুর। ঐ ছেলে ঢাকাতে একটি ঔষধ কোম্পানির চাকুরী করে। এ নিয়ে বুধবার একটি গ্রাম্য সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নূপুরের ৪ বছরের ছেলে সন্তানের কথা বিবেচনায় তাকে তার স্বামী মামুনের সাথেই থাকতে বলা হয়। এরপর বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নূপুরের ছেলে তাদের ঘরের দরজা বন্ধ পেয়ে বাড়ির অন্যান্য সদস্যদের বিষয়টি জানায়।
পরে স্থানীয় লোকজন খবর পেয়ে দরজা ভেঙে দেখে নূপুর তার ঘরের বাঁশের তীরের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলছে। পরে স্থানীয়রা বগুড়া সারিয়াকান্দি থানার পুলিশ কে অবহিত করলে পুল মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া জেলার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।