দক্ষিণ রাউজানের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন নোয়াপাড়া।
বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মাষ্টার দা সূর্যসেনের জন্মভূমি দক্ষিণ রাউজানের নোয়াপাড়া দেশ বিদেশের প্রায় সকলের কাছে পরিচিত। ভারতের প্রাক্তন রাষ্টপতি প্রণব মুর্খাজী সহ দেশ বিদেশের অনেক বিদেশি ও রাষ্ট্রীয় অতিথি এসেছেন সূর্যসেনের জন্মভূমি এই নোয়াপাড়ায়।
নোয়াপাড়া ইউনিয়ন দক্ষিণ রাউজানের একটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নে রয়েছে অনেক গুলো মার্কেট, শত শত ব্যবস্যা প্রতিষ্ঠান, অনেক গুলো ব্যাংক , এনজিও, স্কুল-কলেজ, বৃদ্ধাশ্রম, পুলিশ ফাঁড়ি, স্বাস্থ্যকেন্দ্র সহ সরকারী বেসরকারী অনেক প্রতিষ্ঠান।
প্রতিদিন হাজার হাজার মানুষ চট্টগ্রাম শহর সহ বিভিন্ন উপজেলা থেকে এই নোয়াপাড়ায় আসা যাওয়া করেন। সুমন নামে এক স্থানীয় রাউজান প্রতিনিধি রয়েল দত্তকে বলেন, সূর্যসেনের জন্মভূমি এই নোয়াপাড়া একটি ঐতিহাসিক ও ব্যস্ততম স্থান। এইখানে জন্মগ্রহণ করে আমরা গর্বিত।