শার্শায় মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত- ১।
যশোরের শার্শায় মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (১৯) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক রাজু আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় শার্শা উপজেলা সদরের জেলে পাড়ার সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।
অপরদিকে আহত রাজু উলাশি ইউনিয়নের সম্মন্ধকাঠী গ্রামের মনিরের ছেলে।
শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা জানান,আব্দুর রহমান পেশায় একজন মাছ ব্যবসায়ী। সন্ধ্যার পরে বোয়ালিয়া বাজার থেকে মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্য তারা দুইজন মোটরসাইকেল যোগে আসছিল। পথের মধ্যে শার্শা জেলে পাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে সামনে ধাক্কা লাগে। এসময় পথচারীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।