বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। আবারো মিথ্যা ও হয়রাণীমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন কৃষিবিদ শামীমুর রহমান। পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর খেলোয়ার ড্রাফস সম্পন্ন। যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক। হলো যুদ্ধবিরতির চুক্তি, তবুও ইসরাইলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ। সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত। এক পদে দুইবারের বেশি নয়; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর।

খিতাব খাঁয় তিস্তা নদীর ভাঙনরোধে জরুরী কাজে অনিয়ম।

রবিউল ইসলাম,উপজেলা প্রতিনিধি রাজারহাট কুড়িগ্রাম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাব খাঁয় তিস্তা নদীর ভাঙনরোধে জরুরী কাজে অনিয়ম।
কু্ড়িগ্রামের রাজারহাটে ভাঙন ঠেকাতে জরুরী জিও ব্যাগ কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তা নদীর ভাঙনে সর্বশান্ত তীরবর্তী শতাধিক পরিবার। গত কয়েকদিনে পানি প্রবাহ কমায় দেখা গেছে তীব্র ভাঙন। ভাঙন কবলিত এলাকার মানুষের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের এসও এবং ওয়ার্কএ্যাসিস্টেন্টের উপস্থিততে শ্রমিক সর্দার নির্দেশে শ্রমিকরা নিজেদের খেয়াল খুশিমতো অল্প বালু ভর্তি করে জিও ব্যাগ ফেলা হচ্ছে নদীতে।বালু ভর্তি জিও ব্যাগে বালুর পরিমাণ কম দেয়ায় স্রোতে চলে যায় ব্যাগ।
খিতাব খাঁ গ্রামের আব্দুল খালেক বলেন তীর রক্ষায় অধিকাংশ জায়গায় মেটছারাই ফেলেছে জিও ব্যাগ। তিনি আরও বলেন অধিকাংশ জিও ব্যাগে ছিলোনা পরিমাণমতো বালু। তিনি বলেন জিও ব্যাগে শুকনো বালু ২৫০ কেজি আর ভিজা বালু ২৮০ কেজি ভরার কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিনে দেখা গেছে খিতাবখাঁ বড়দারগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অর্ধেক বালু ভর্তি জিও ব্যাগ পড়ে রয়েছে। এলাকাবাসীরা জানান এখানে অধিকাংশ জিও ব্যাগেই বালু কম দিয়েছে ছালাম সর্দার। গতিয়াশম গ্রামে তীর রক্ষার জন্য বালু ভর্তি জিও ব্যাগের ওজন জানতে চাইলে শ্রমিকরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন এবং শ্রমিক সর্দার বলেন আমরা ওজন করে আপনাদেরকে দেখাবো কেন। ভাঙন স্পটে এসও মার্জান না থাকলেও শরিসাবাড়ী বাজারে চায়ের আড্ডা মগ্ন তিনি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102