রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাব খাঁয় তিস্তা নদীর ভাঙনরোধে জরুরী কাজে অনিয়ম।
কু্ড়িগ্রামের রাজারহাটে ভাঙন ঠেকাতে জরুরী জিও ব্যাগ কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তা নদীর ভাঙনে সর্বশান্ত তীরবর্তী শতাধিক পরিবার। গত কয়েকদিনে পানি প্রবাহ কমায় দেখা গেছে তীব্র ভাঙন। ভাঙন কবলিত এলাকার মানুষের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের এসও এবং ওয়ার্কএ্যাসিস্টেন্টের উপস্থিততে শ্রমিক সর্দার নির্দেশে শ্রমিকরা নিজেদের খেয়াল খুশিমতো অল্প বালু ভর্তি করে জিও ব্যাগ ফেলা হচ্ছে নদীতে।বালু ভর্তি জিও ব্যাগে বালুর পরিমাণ কম দেয়ায় স্রোতে চলে যায় ব্যাগ।
খিতাব খাঁ গ্রামের আব্দুল খালেক বলেন তীর রক্ষায় অধিকাংশ জায়গায় মেটছারাই ফেলেছে জিও ব্যাগ। তিনি আরও বলেন অধিকাংশ জিও ব্যাগে ছিলোনা পরিমাণমতো বালু। তিনি বলেন জিও ব্যাগে শুকনো বালু ২৫০ কেজি আর ভিজা বালু ২৮০ কেজি ভরার কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিনে দেখা গেছে খিতাবখাঁ বড়দারগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অর্ধেক বালু ভর্তি জিও ব্যাগ পড়ে রয়েছে। এলাকাবাসীরা জানান এখানে অধিকাংশ জিও ব্যাগেই বালু কম দিয়েছে ছালাম সর্দার। গতিয়াশম গ্রামে তীর রক্ষার জন্য বালু ভর্তি জিও ব্যাগের ওজন জানতে চাইলে শ্রমিকরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন এবং শ্রমিক সর্দার বলেন আমরা ওজন করে আপনাদেরকে দেখাবো কেন। ভাঙন স্পটে এসও মার্জান না থাকলেও শরিসাবাড়ী বাজারে চায়ের আড্ডা মগ্ন তিনি।