যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে লোহাগাড়ায়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টম্বর) দুপুর সোয়া দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, চট্টগ্রামমুখী পূরবী বাসের সঙ্গে কক্সবাজারমুখী সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মহাসড়ক থেকে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা চলছে।