বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আবারো মিথ্যা ও হয়রাণীমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন কৃষিবিদ শামীমুর রহমান। পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর খেলোয়ার ড্রাফস সম্পন্ন। যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক। হলো যুদ্ধবিরতির চুক্তি, তবুও ইসরাইলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ। সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত। এক পদে দুইবারের বেশি নয়; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর। ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচনের প্রস্তাব।

পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার  সমাপনী অনুষ্ঠিত।

মেহেদি হাসান পাবনা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার  সমাপনী অনুষ্ঠিত।

” গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে  অনুষ্ঠিত বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও   পাবনা -৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

বক্তব্য কালে তিনি বলেন, বৃক্ষ রোপনের মাধ্যমে শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা হয় না, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের রক্ষা কবচ হিসাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছে । তাই নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের প্রতি উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন,প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী একটি করে বনজ,ফলজ ও ঔষুধী গাছ লাগাতে হবে। এর পাশাপাশি প্রতিটি ছাদকে ছাদ বাগন করতে হবে। তাহলে পরিবারে বিভিন্ন ফলের চাহিদা পূরন করা সম্ভব। তাই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মু আসাদুজ্জামান এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন , জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

এবারের এ মেলায় বিভিন্ন নার্সারির মোট ২২ স্টল স্থান পেয়েছিল।  ৭ দিনব্যাপী এ মেলায় মোট ১৫ হাজারের বেশি গাছের চারা বিক্রি হয়েছে। যার মূল্য ১২ লক্ষাধিক টাকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102