পুঠিয়ায় লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুঠিয়া ফুটবল একাডেমি ও পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরো বাচ্চুর ব্যবস্থাপনায় “লক্ষ টাকা প্রাইস মানি” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
“ধূমপান ত্যাগ করি মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পরেশ নারায় (পিএন) উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা প্রধান অতিথি হিসেবে আগমন করেন পুঠিয়া উপজেলার চেয়ারম্যান জিএম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে আগমন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর হোসেন নির্ঝর মহোদয়ের। উক্ত খেলা আমন্ত্রিত অতিথিবৃন্দ মধ্যে রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মতিন মুকুল , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, জনাব সাজ্জাদ হোসেন মুকুল,চেয়ারম্যান শিলমাড়িযা ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ জিল্লুর রহমান, ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদ, আরো রাজশাহী, নওগাঁ এবং নাটোর জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ফুটবল খেলা যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন, রাজশাহী ফুটবলটা একাদশ বনাম নওগাঁ ফুটবল একাদশ।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আকর্ষণীয় হিসাবে সেরা ৫ দর্শকে লটারির মাধ্যমে একটি করে ফুটবল পুরস্কার দেওয়া হয়।
নওগাঁ দলকে টাইব্রেকারে ৫-০গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজশাহী ফুটবল দল ।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা এবং ট্রাফি ও পরাজিত রানার্স আপ দ্বিতীয় দলকে ৫০ হাজার টাকা ট্রাফি দেওয়া হয়। এসময় প্রধান অতিথি জিএম হিরা বাচ্চু বলেন,সুশৃংখল ভাবে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে এমন খেলা দেখতে পেরে দারুন খুশি।মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন করাই ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যদের উৎসাহিত এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।