বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আবারো মিথ্যা ও হয়রাণীমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন কৃষিবিদ শামীমুর রহমান। পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। সৈয়দপুর প্রিমিয়ার লীগ সিজন-৫ এর খেলোয়ার ড্রাফস সম্পন্ন। যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক। হলো যুদ্ধবিরতির চুক্তি, তবুও ইসরাইলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ। সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত। এক পদে দুইবারের বেশি নয়; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর। ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচনের প্রস্তাব।

পুঠিয়া কাজুপাড়ায় আবাদি জমিতে জোর করে চলছে পুকুর খনন হিড়িক, অসহায় কৃষকরা।

মো: মিঠু আহম্মেদ,পুঠিয়া,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

পুঠিয়া কাজুপাড়ায় আবাদি জমিতে জোর করে চলছে পুকুর খনন হিড়িক, অসহায় কৃষকরা।

 

রাজশাহীর জেলার পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চাষের জমিতে অবাধে চলছে পুকুর খনন। এতে বিপাকে স্থানীয় কৃষকরা। বিশেষ করে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বড় কাজুপাড়া হোসেনের বটতলার বিলে সরকারের আদেশ-নিষেধ অমান্য করেই প্রায় ৬০ বিঘা কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছেন বাগমারা উপজেলার প্রভাবশালী আবদুল লতিফ।

 

জমির মালিকদের অনেকের অনুমতি ছাড়াই একরকম জোরপূর্বক পুকুর খনন করা হচ্ছে কৃষকদের বাধঅ ও সরকারি নিষেধাজ্ঞা না মেনে গত কয়েকদিন ধরে লতিফ ৬০ বিঘা কৃষি জমি ধ্বংস করে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না। এদিকে স্থানীয় প্রশাসনের কোন নজর বা দৃষ্টি নেয়। এছাড়াও এই পুকুর খননের মাটি চলে যাচ্ছে স্থানীয় বিভিন্ন ইটভাটায়।

 

প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত পর্যন্ত কয়েকটি ট্রাকে এসব মাটি পরিবহন করা হচ্ছে। এতে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকা ব্যায়ে তৈরী করার নতুন পাকা রাস্তা। স্থানীয় কৃষকদের অভিযোগ, পুকুর খননের ফলে ইতিমধ্যে নানা জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে ইতোমধ্যেই এই বিলে জলাবদ্ধতা তৈরি হতে শুরু করেছে। এতে ওই বিলের জমিতে ফসল ফলানো অনিশ্চিত হয়ে পড়বে। এছাড়াও মাটি পরিবহনের কারণে পাকা রাস্তাগুলো চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।

 

ভুক্তভোগী কৃষক জালালুর রহমান বলেন, ওই পুকুর খননের কারনণ দুই শতাধিক বিঘা আবাদি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হবে। এতে ওই বিলে ফসল উৎপাদন অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বলেন, যিনি পুকুর খনন করছেন তিনি বাগমারা উপজেলার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হওয়ায় আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না। স্থানীয় প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না। ও ব্যক্তির স্থানীয় প্রশাসের সাথে ব্যাপক সখ্যতা রয়েছে। এই জন্য স্থানীয় প্রশাসনকে সহজে ম্যানেজ করে তিনি অনায়াসে অবৈধ পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102