বন্যাত্তোর ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পূনর্বাসনের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বন্যাত্তোর ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবার পুনর্বাসনের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মুহাম্মদ শাহজাহান বলেন, আমাদের প্রিয় বাংলাদেশের গরীব-দুঃখী মানুষেরা আজ সীমাহীন কষ্টে জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, ডেঙ্গু মহামারি, প্রাকৃতি দুর্যোগের পর পুনর্বাসনের অভাব, নিরাপত্তাহীনতা আজকে নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জনগণের এসকল কষ্ট দূর করতে দুর্নীতিবাজ ও জনবিচ্ছিন্ন সরকারের কোনো আন্তরিকতা নেই। তাই বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করতে প্রয়োজন সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। জনদরদী ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম লক্ষ্যও তাই। ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠা, শ্রমিকদের সুখেদুঃখে পাশে থাকা, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেওয়া এবং একটি সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, শ্রমিকবান্ধব, নাগরিকবান্ধব বাংলাদেশ গঠনে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমিকদের কল্যাণে নিয়োজিত ছিল, আছে এবং থাকবে। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংঘবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তাই শ্রমিকজনতার প্রতি আমাদের আহ্বান, আসুন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হোন। ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমবেত হোন। আসুন, ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মুহাম্মদ নুরুন্নবী,স ম শামীম ও কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি শ্রমিক পরিবারের সদস্যদের হাতে আর্থিক উপহার তুলে দেন।