মশদগাঁও আলিম মাদ্রসাকে পরাজিত করে কলমা হাই স্কুল সেমিফাইনালে।
৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পরিষদের মাঠে এ আয়োজন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো. মোর্তজা আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গনী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ভাইস-চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম প্রমুখ।
লৌহজং উপজেলার ১৩ টি স্কুলের ফুটবল খেলার আয়োজন করেন লৌহজং উপজেলা স্কুল, মাদ্রসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। প্রতি ফুটবল খেলায় ৩০ মিনিট করে নির্ধারণ করা হয়েছে।
এতে প্রথম রাউন্ডে কলমা এল.কে উচ্চ বিদ্যালয় বনাম পয়সা কারামাতিয়া আলিম মাদ্রসা খেলায় ৩০ মিনিট করে নির্ধারিত কোন গোল করতে পারেনি পরে টায়বাগার স্ট করে ৩-০ করে বিজয়ী হয় কলমা এল.কে উচ্চ বিদ্যালয়।
পরে দ্বিতীয় রাউন্ডে কলমা এল.কে উচ্চ বিদ্যালয় বনাম মশদগাঁও এ.এল.কে আলিম মাদ্রসাকে ১-০ পরাজিত করে সেমিফাইনালে বিজয়ী হন কলমা স্কুল। আগামী শনিবার ( ৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৯ টার দিকে ফাইনালে দুই দল মুখোমুখি হবে।