সাংবাদিক জাকির হোসেন সুমনকে সংবর্ধনা।
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি এর প্রতিষ্ঠাতা সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়।
মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের প্রতিনিধি প্যানেল মেয়র মুহাম্মদ সোহেল রানা।
মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসানুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাধারণ সম্পাদক মু. আবুসাঈদ সোহান ও রেনেসাঁ ডাগাগনস্টিক কেয়ারের চেয়ারম্যান মোঃ আক্কাস আলী।
মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রুবেল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মুহাম্মদ সেলিম, রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব সামছুল হুদা খান হিটু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ সৌরভ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য নজরুল হাসান ছোটন, সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম হিরা, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা সুলতানা রিতা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মমিন বিশ্বাস, শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সালমান হাসান, কার্যকরী সদস্য মিনহাজুল ইসলাম প্রমুখ।
এসকে এমডি জাকির হোসেন সুমন বক্তব্য প্রদানকালে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। আমাকে আপনারা যে সম্মান দেখালেন আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। আমি ইউরোপে প্রায় ৪টি সম্মাননা পেয়েছি। কিন্তু আজকে আমার নিজ জেলায় মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে যে সম্মাননা প্রদান করলেন তা আমাকে মুগ্ধ করেছে। বিগত আওয়ামী ও বিএনপি সরকারের আমলেও আমার নামে তিনটি মামলা হয়েছে। সত্য ও ন্যায়ের পথে অবস্থান নেওয়ায় কোন বাধাই বাধা হয়ে দাড়াতে পারেনি।