লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত।
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আফসার আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল আরোহী রকি (২৫) গুরুতর আহত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে লালপুর – ঈশ্বরদী সড়কের লক্ষীপুর বাজারে এঘটনা ঘটে। নিহত আফসার উপজেলার ভাটপাড়া গ্রামের চেরু মন্ডলের ছেলে ও রকি বালিতিতা ইসলামপুর গ্রামের শফি সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, রাস্তা পারাপারের সময় লালপুর হতে ইশ্বরদীগামী মোটরসাইকেল আফসার আলীকে ধাক্কায় দেয়।
এতে উভয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাজশাহী নেওয়ার পথে আফসারের মৃত্যু হয়। এঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।