বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্রে বহদ্দারহাট মোড়ে ইলিজি স্কাই পার্ক(আধুনিক শপিং সেন্টার) শুভ উদ্বোধন করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননেতা আ.ম. নছির উদ্দিন। ২০ তলা বানিজ্যিক ভবনের ১ম তলা থেকে ৭ম তলা পর্যন্ত আধুনিক শপিং সেন্টার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। আজ ৩ সেপ্টেম্বর বিকেল ৪ টায় শুভ উদ্ভোদন করেন।
আধুনিক লিফট, এস্কেলেটর, ফুড কোর্ট কিড্স জোন, নামাজের স্থান, পার্কিং সহ আধুনিক সকল সুবিধা সমৃদ্ধ শপিং মল
লেডিস এন্ড জেন্টস ফ্যাশন ওয়্যার, কিড্স ওয়্যার, প্রসাধনী সামগ্রী, জুয়েলারী, হোমটেক্স, লেদার সামগ্রী হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল, ইলেকট্রনিক্স পণ্য সহ আধুনিক জীবন যাপনের নিত্য নতুন মানসম্পন্ন পণ্যের বিশাল আয়োজন। ইলিজি স্কাই পার্ক এ আপনাকে স্বাগতম।
আজকে উদ্ভোদনী অনুষ্ঠানে লেন্ড হোল্ডার, দোকান ও বয়বসায়ীদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় সবশেষে মার্কেট পরিচালনা করার জন্যে একটা পরিচালনা কমিটি গঠন করে দেয়া হয়।