সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ সবুজ আন্দোলন শেরপুর জেলা শাখার ফুটবল খেলায় বিজয়ী খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব।

মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ সবুজ আন্দোলন শেরপুর জেলা শাখার ফুটবল খেলায় বিজয়ী খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব।

 

দেশীয় গাছ লাগাই, জীবন বাঁচাই এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবুজ বাঁচাও ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরপুরের খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব।

যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উদ্বোধন করেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেরাজ উদ্দিন। যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, সবুজ আন্দোলন নারী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সবুজ আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আক্রামুজ্জামান, সদর উপজেলা সবুজ আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাহিদুল খান সৌরভ, শেরপুর শহর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি পরশমনি, খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জামিল হোসেন সরকার, সৃষ্টি হিউম্যান রাইটস এসোসিয়েশনের সভাপতি আলমগীর আল আমীন হারুনসহ আরো অনেকে।

খেলাটি পরিচালনা করেন রাশেদ নাজিব। ধারা বিবরনীতে ছিলেন, হৃদয় জাহান জিয়া।

খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকায় ট্রাইবেকারে ৪-৩ গোলে যোগিনীমুরা ফুটবল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। শিরোপার উল্লাসে মাতে খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন খেলার অতিথি ও আয়োজকরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102