রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরেঃ গভর্নর। আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল! জাতীয় দলের ক্রিকেটারদের ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি এর চুক্তি। সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার। অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে নাঃ মির্জা ফখরুল। মানুষ আর ভারতের মিথ্যা গুজব ও দাদাগিরি পছন্দ করে নাঃ আজহারী। আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড। কালিগঞ্জে জাতীয় পর্যায়ে ২০২৩ সালের শাপলা কাপ অ্যাওয়ার্ড পরীক্ষা চলমান। ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামে যুবদল নেতা নিহত।

মজুরি ২৫ হাজার টাকা করার দাবি, না হলে আন্দোলনের হুশিয়ারি।

তানভির ইসলাম,, উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
মজুরি ২৫ হাজার টাকা করার দাবি, না হলে আন্দোলনের হুশিয়ারি।
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা করার দাবি করেছে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর জোট ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন’। গত শুক্রবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে আগামী ৯ অক্টোবরের মধ্যে মজুরি বৃদ্ধি না করলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেয়া হয়।
গার্মেন্টস টিইউসি নারায়ণগঞ্জ জেলার নেতা দুলাল সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস টিইউসির কেন্দ্রীয় সভাপতি এড. মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভা প্রধান ও জোটের কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতার, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ সভাপ্রধান অঞ্জন দাস।
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা, ১০% ইনক্রিমেন্ট, বেসিক ৬৫% ও ৭ টি গ্রেড থেকে কমিয়ে ৫ টি গ্রেড ঘোষণা করতে হবে। সরকারি হিসেবেই মূল্যস্ফীতি বছরে ১৫% আর ডলারের বাড়তি মূল্যে নিত্যপণ্যের মূল্যের দাম দ্বিগুনেরও বেশি বেড়েছে। মাত্র ৮ হাজার টাকা বেতনে গ্যাস-বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম বৃদ্ধি সবকিছু মিলিয়ে শ্রমজীবি মানুষ আজ দিশেহারা। অথচ ৫ বছর অতিবাহিত হলেও মজুরি বোর্ড এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষনা করেনি।
আল্টিমেটাম দিয়ে নেতৃবৃন্দ বলেন, আগামী ৯ অক্টোবরের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা ঘোষনা করা না হলে সারা দেশের সকল শ্রমিকদের নিয়ে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তখন সকল দায় সরকারের উপর গিয়েই বর্তাবে। তাই আমরা এখনও আহ্বান করছি অবিলম্বে শ্রমিকের সকল দাবি-দাওয়া মেনে নিন। নয়তো সারাদেশ অচল হয়ে যাবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102