বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক। হলো যুদ্ধবিরতির চুক্তি, তবুও ইসরাইলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ। সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত। এক পদে দুইবারের বেশি নয়; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর। ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচনের প্রস্তাব। কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হচ্ছে। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক। সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

চাষাঢ়া গোলচত্বর পথচারীদের আতঙ্ক, নেই কোনো ওভারব্রিজ।

তানভির ইসলাম,, উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
চাষাঢ়া গোলচত্বর পথচারীদের আতঙ্ক, নেই কোনো ওভারব্রিজ
চাষাঢ়া গোলচত্বরকে বলা হয় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র। এই জেলার প্রধান চারটি আঞ্চলিক মহাসড়ক এই গোলচত্বরে এসে মিলেছে। এছাড়া স্থানীয় দুটি সড়কও যুক্ত হয়েছে গোলচত্বরে। এই ব্যস্ততম সড়কগুলো দিয়ে প্রতিদিন চলাচল করে বাস, ট্রাক, মালবাহী কাভার্ড ভ্যানসহ শত শত যানবাহন। গোলচত্বরটি দিয়ে পারাপার হন শিশু-নারীসহ হাজারো পথচারী। কিন্তু এই ব্যস্ততম গোলচত্বর পারাপারে নেই কোনো ওভারব্রিজ বা আন্ডারপাস। ফলে সেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
গত ২৪ জুলাই ফতুল্লার বিসিকে অবস্থিত একটি পোশাক কারখানায় আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চাষাঢ়া গোলচত্বরে ঘটা দুর্ঘটনায় পথচারী, চালকসহ চারজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের স্বজনদের ভাষ্য, চাষাঢ়া মোড়ে ওভারব্রিজ বা আন্ডারপাস থাকলে এই দুর্ঘটনা না–ও ঘটতে পারত।
সরেজমিনে দেখা গেছে, চাষাঢ়া গোলচত্বরে এসে মিশেছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক, নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক এবং নগরের প্রধান বঙ্গবন্ধু সড়ক। এ ছাড়া চাষাঢ়া বালুর মাঠ সড়ক ও ভাষাসৈনিক সামসুজ্জোহা সড়ক যুক্ত হয়েছে।
চাষাঢ়া গোলচত্বরের ২৫০ গজ দূরত্বের মধ্যে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, কেয়ার স্কুল, বেইলি স্কুল নামে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন হাজারখানেক শিক্ষার্থী আসা–যাওয়া করে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হলে নগরের চাষাঢ়া গোলচত্বর অতিক্রম করতে হয়। কিন্তু চাষাঢ়া গোলচত্বরটি পারাপার পথচারীদের জন্য আতঙ্ক হয়ে উঠছে। গাড়ির চাপও বেশি থাকায় প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার কবলে পড়ছেন।
চাষাঢ়া গোলচত্বরে সড়ক পারাপারে স্কুল-কলেজ শিক্ষার্থীসহ পথচারীর সংখ্যা অনেক বেশি। এখানে গাড়ির চাপও বেশি। ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকায় বিশৃঙ্খলভাবে তাঁরা সড়ক পারাপার হন। এতে পথচারীরা দুর্ঘটনার কবলে পড়ছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর–পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম বলেন, ‘আমাদের ট্রান্সপোর্টের মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। আমরা আশা করছি, আগামী এক বছরের মধ্যে মাস্টারপ্ল্যানের সুপারিশ পাওয়া যাবে। মাস্টারপ্ল্যানের সুপারিশ মোতাবেক পথচারী পারাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়া হবে।’
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102