ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে
দক্ষতা উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ নীতি ও নৈতিকতা সম্পর্কে অবহিতকরণে ঠাকুরগাঁওয়ে তিনদিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শনিবার (২৬ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধিনস্ত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র আয়োজনে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষনের উদ্ভোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ও প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমসহ জেলার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রশিক্ষক ও সাংবাদিক নেতারা বলেন বস্তু নিষ্ঠু সংবাদ তৈরিতে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষন গ্রহন করা হবে তত বেশি দক্ষতা বাড়বে।
আর প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জনের পর সমাজে ভাল সংবাদ পরিবেশনে ভুমিকা রাখবে। হতে পারে নীতিবাচক বা ইতিবাচক সংবাদ।
তবে উঠে আসবে সত্য ঘটনা। তবে কোন পক্ষ পাতিত্ব নয় সংবাদের উপর নির্ভর করে পক্ষ ও বিপক্ষের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তা প্রচার করতে হবে। তাই সকল গণমাধ্যমকর্মীদের এ প্রশিক্ষনের আওতায় আনতে ধাপে ধাপে প্রশিক্ষন দিচ্ছে পিআইবি।