আমাদের সেটুকু শিক্ষা গ্রহণ করা উচিত যেটুকু শিক্ষা গ্রহণ করলে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম।
উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক ও সাবেক শিক্ষক প্রতিনিধি, শিক্ষা অনুরাগী আলহাজ্ব মোহাম্মদ সেরাজুল ইসলাম এর জানাজার নামাজে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মরহুমের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম।
তিনি বলেন আমাদের সেটুকো শিক্ষা গ্রহণ করা উচিত যেটুকু শিক্ষা গ্রহণ করলে, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রিয় হতে পারি, তথা সমাজ ও সমাজের মানুষের সেবা করতে পারি। উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মতিউর রহমান। উপস্থিত ছিলেন ৩ নং আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার। বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন। ও আমতলী উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জিএম ওসমানী হাসান, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমান জনসাধারণ।
আরো উপস্থিত ছিলেন দুদকের উপ মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম মোল্লা। পরিশেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তার ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেন। মরহুমের মৃত্যুতে এলাকা জুড়ে বিরাজ করছে শোকের ছায়া।