আট দিনেও সন্ধান মেলেনি শিশু তানজিলার
––––––––––––
বরিশালের বাকেরগঞ্জের ১১ বছর বয়সী একটি শিশু এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। এ নিয়ে তার স্বজনরা উৎকন্ঠায় রয়েছেন।
স্বজনরা জানান নিখোঁজ তানজিলা আক্তার গত মঙ্গলবার নানা বাড়ি বড় পুইয়াউটা থেকে নিজ বাড়ি পাদ্রীশিবপুর ইউনিয়নের পূর্ব মহেশপুরের উদ্দেশে যানবাহনে রওনা হয় এর পর সে আর বাসায় ফেরেনি। তারা কাউকে সন্দেহ করছে না।
তানজিলার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট।
বাবার নাম নান্টু মল্লিক।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় ১৬ আগষ্ট সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং ৮১৬)।
কেউ শিশুটির সন্ধান পেলে ০১৭৮৪-৬৩৪৫৬৯ নম্বরে জানানোর অনুরোধ করছে তার পরিবার।