অকালে প্রাণ গেল সদ্য পাশ করা এসএসসি পরীক্ষার্থীর।
বাস্তবতার নির্মম পরিহাস মৃত্যু কেড়ে নিল একটি তাজা প্রাণ। নিভে গেল একটি জীবন্ত প্রদীপ।
যে প্রদীপের আলোয় নিজেকে আলোকিত করতে চেয়েছিল বাগেরহাট সদর উপজেলার বড় পাইকপাড়া গ্রামের সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী বিজয় দেবনাথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৫ বছর।
জানা গেছে, বিজয় দেবনাথ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার (৮ই আগস্ট) বিকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই মৃত্যু হতে পারে।
বিজয় দেবনাথ সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তার বাবার নাম গৌতম দেবনাথ ও মায়ের নাম কবিতা দেবনাথ। বিজয় দেবনাথ তাদের একমাত্র পুত্র সন্তান ছিলেন।
একমাত্র পুত্র সন্তানকে অকালে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছে এই পরিবারটি।
বিজয় দেবনাথের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তার অকাল মৃত্যুতে সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।